Terms & Conditions
NeerBazar – ঘর থেকে হোক আপনার বাজার! আমাদের ওয়েবসাইট ও সেবাসমূহ ব্যবহার করার সময় নিম্নলিখিত শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক:
১. সাধারণ শর্তাবলী
- ওয়েবসাইটের সমস্ত তথ্য, ছবি ও কনটেন্ট শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে প্রদর্শিত।
- NeerBazar তার সেবার মধ্যে যে কোনো সময় পরিবর্তন, আপডেট বা বাতিল করার অধিকার রাখে।
- ব্যবহারকারীর দায়িত্ব ওয়েবসাইট ব্যবহার করার সময় সঠিক তথ্য প্রদান করা।
২. অর্ডার ও পেমেন্ট
- সকল অর্ডার subject to availability, অর্থাৎ পণ্য স্টকে থাকা শর্তে প্রযোজ্য।
- Online Payment বা Cash on Delivery (COD) এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
- অর্ডার কনফার্ম হওয়ার আগে পেমেন্ট নিশ্চিতকরণ বাধ্যতামূলক হতে পারে বিশেষ ক্ষেত্রে (যেমন প্রি-অর্ডার বা কাস্টম পণ্য)।
৩. ডেলিভারি ও রিটার্ন
- ডেলিভারি এবং রিটার্ন নীতিমালা আমাদের Delivery Rules এবং Return Policy অনুযায়ী পরিচালিত হবে।
- গ্রাহকের ভুল ঠিকানা বা ফোন নম্বরের কারণে ডেলিভারি ব্যর্থ হলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।
৪. ব inte l
- ওয়েবসাইটে প্রদত্ত সমস্ত পণ্য ও কনটেন্ট কপিরাইট দ্বারা সুরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া কপি, বিতরণ বা পুনঃপ্রকাশ আইনত দণ্ডনীয়।
- ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আমাদের Privacy Policy অনুযায়ী সংরক্ষিত হবে।
৫. দায়িত্ব ও সীমাবদ্ধতা
- NeerBazar কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ ক্ষতির দায় বহন করবে না, যা ওয়েবসাইট ব্যবহারের কারণে ঘটতে পারে।
- ওয়েবসাইটে প্রদত্ত তথ্য বা লিঙ্কের যথাযথতা বা নির্ভরযোগ্যতা বিষয়ে NeerBazar কোনো দায়িত্ব গ্রহণ করে না।
৬. আইন ও বিচারব্যবস্থা
- এই শর্তাবলী অনুযায়ী যেকোনো বিরোধ বাংলাদেশ সরকারের আইনের আওতায় সমাধান হবে।
৭. যোগাযোগ
- ☎ হেল্পলাইন: +880 1337-158140
- 📧 ইমেইল: neerbazar@gmail.com
- 🌐 ওয়েবসাইট: neerbazar.com
- 🛍️ Daraz Shop: https://www.daraz.com.bd/shop/ejofltze
NeerBazar — আপনার বাজার এখন অনলাইনে। নিরাপদ ও নির্ভরযোগ্য সার্ভিসসহ।
Premium Gadgetz
Car Accessories
Music Accessories
Mobile Accessories
Multifunctional Hub
Power Bank
Smart Watch
PC Accessories
Laptop & Computer
Bike & Car
Solor & Eelectric
Electronic
Home & Living
Fashion & Lifestyle
Electronics & Gadgets
Grocery & Food
Beauty & Personal Care
Health & Medicine
Mother & Baby
Sports & Fitness
Automotive & Tools
Gift & Stationery
Islamic & Cultural
Travel & Outdoor
Pet Supplies